প্রথম খুতবা
সূচনা
إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا
مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلا وَأَنْتُمْ مُسْلِمُونَ قال الله تعالى
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا وقال تعالى
كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ وقال تعالى
يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
فإن أَصْدَقُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ تَعَالَى وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا
وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ
أَمَّا بَعْدُ
আজকের জুমা'র সম্মানিত মুসল্লিগণ! আল মালিক হলেন সে মহামহিম পবিত্র সত্ত্বা যিনি সার্বভৌম প্রভু, সম্পূর্ণ কর্তৃত্বের, ক্ষমতার একক দাবিদার, যার আধিপত্য নিরঙ্কুশ, সম্পূর্ণ এবং যিনি যে কোন ধরণের ত্রুটি বিচ্যুতি থেকে পূত পবিত্র। আজকের খুৎবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হল আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার পবিত্র নাম 'আল মালিক'। আল্লাহ আল মালিক বলেনঃ
৬৭:১ تَبْرَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ ، وَ هُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যাঁর হাতে; তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তাইসিরুল। ৩:২৬ قُلِ اللَّهُمَّ مَلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَاءُ وَ تَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ : إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ বল, 'হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন। আর যাকে চান অপমানিত করেন, আপনার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান'। ৩:২৭ تُوْلِجُ الَّيْلَ فِي النَّهَارِ وَ تُوْلِجُ النَّهَارَ فِي الَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيْتَ مِنَ الْحَيَ ، وَ تَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আর যাকে চান বিনা হিসাবে রিযক দান করেন'। আল-বায়ান।
কোনও মানুষ বা আল্লাহ'র দাস কেন আসল অর্থে মালিক হতে পারে না? কারণ কোন মানুষ সত্যিকার অর্থে স্বাবলম্বী হতে পারে না। আমরা যদি ধরেও নেই যে একজন মহান রাজা যার রাজপ্রাসাদের বা শান শওকতের কোন প্রয়োজন নেই, তবে কি তার কখনও বাতাস, পানি, খাবার ইত্যাদিরও প্রয়োজন নেই? এ কারণেই বিখ্যাত আব্বাসীয় খলিফা হারুন আর-রাশিদ, যার রাজত্ব প্রাচীন পৃথিবীর শেষ প্রান্তে ছড়িয়ে পড়েছিল, যিনি মেঘের দিকে তাকিয়ে বলতেন যে তুমি যেখানে গিয়েই বৃষ্টি বর্ষণ কর না কেন, সেখানে উৎপাদিত ফল ফসল আমার কাছেই ফিরে আসবে। অর্থাৎ তার রাজত্ব অনেক বড় ছিল। তার বুদ্ধিমান প্রধানমন্ত্রী নাকি একবার তাকে খলিফা হারুন আর- রাশিদ পানি পান করতে চাইলে তাকে জিজ্ঞেস করেছিলেন, "হে আমিরুল মু'মিনিন! যদি আপনার খুব পিপাসার সময় এক গ্লাস পানির অত্যন্ত প্রয়োজন হয় তবে আপনি এই এক গ্লাস পানির বিনিময়ে কত টাকা দেবেন?” তিনি উত্তরে বলেছিলেন, "আমার রাজ্যের অর্ধেক"। প্রধানমন্ত্রী আবার জিজ্ঞেস করলেন, "আপনি যদি এ থেকে মুক্তি পেতে (অর্থাৎ প্রস্রাব করতে) অক্ষম হন, তবে প্রস্রাব করার জন্য আপনি কত টাকা দেবেন?” “আমার রাজ্যের দ্বিতীয়ার্ধ”, খলিফা উত্তর দিলেন। প্রধানমন্ত্রী তখন বললেন, "তার মানে হল, আপনার এই বিশাল রাজ্যের মূল্য মাত্র এক গ্লাস পানির সমান"! সুবহান আল্লাহ! কোন খলিফা, শাসক বা অত্যন্ত ক্ষমতাশালী, প্রতাপশালী যে কোন কেউ, আল্লাহ আল মালিক ছাড়া আসলে সত্যিকার অর্থে এই পৃথিবীতে রাজা বা সম্রাট নন! বরং আল্লাহ আল মালিকের প্রতিনিধি, যাকে আল্লাহ রাজত্বের গুরু দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন।
আমরা ভেবে দেখি, এমনকি কাফের যারা বিপথগামী তারাও অবশ্যম্ভাবী তাদের নিজের চোখ দিয়ে দেখতে পাবে যে সকল রাজত্ব, যাবতীয় সিদ্ধান্ত একমাত্র আল মালিক আল্লাহর হাতে। চূড়ান্ত রায় তারই এবং তাঁর কাছেই সমস্ত বিষয় পুনরায় ফিরিয়ে নেওয়া হবে। বর্তমানের পৃথিবীতে যেহেতু আমরা এবং তারা কেউই সর্বশক্তিমান আল্লাহ আল মালিককে দেখিনা, তাঁর পরিবর্তে অন্যান্য অভিভাবক ও ক্ষমতাশালীদেরকে দেখি। আমরা পরম শক্তিধর পরাশক্তি সমুহকে দেখি, আর অনেকে আল্লাহর পরিবর্তে তাদের উপাসনা করি, যদিও আমরা সবাই কিয়ামতের দিন সত্য দেখতে পাব। আল্লাহ আল মালিক যেন আমাদেরকে সঠিক বুঝ এবং বোধ দান করেন!
লেখকঃ আবু আমনুন সায়্যিদ।
সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্নে এ ক্লিক করুন।
0 Comments
Post a Comment